মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় জাতীয়তাবাদী নবীন দলের পরিচিতি সভা গতকাল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলার বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা নবীন দলের সভাপতি জাকির সরকার। বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা নবীন দলের সাধারণ সম্পাদক সোহেল রানা হাসু, সাহ সুলতান, আবু তাহের আজাদ, জাহিদুল ইসলাম বাবু প্রমুখ।
পরে গাইবান্ধা ও তুলসীঘাট সড়কের পাশে শতাধিক ফলদ গাছের চারা রোপন করা হয় এবং দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।