মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা করেন বিএনপির বিক্ষুদ্ধ গ্রুপ। বিকাল ৫টার পরে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মোঃ মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নাহমুদুল হক রাসেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, দহবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ। এদিকে বিএনপির অপর গ্রুপ প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছেন।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা চলাকালিন সময়ে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলমান ছিল। সকাল থেকে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com