মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির পকেট কমিটি গোপনে গঠন চেষ্টা ও সমাবেশে হামলা করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা। গতকাল বুধবার বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বনগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম রাজু তার লিখিত বক্তব্যে বলেন, ইতোমধ্যে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনিয়মের মাধ্যমে ফ্যাসিসদের পুর্নবাসন করে কমিটি গঠন করেছে। এদিকে বনগ্রাম ইউনিয়নে এখন পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়নি। এরই মধ্যে জেলা বিএনপির সভাপতির নির্দেশে ও উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল এবং সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য বনগ্রাম ইউনিয়নে গোপনে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বনগ্রাম ইউনিয়ন বিএনপির শাহ আলম মিয়া, সৈয়দ মজনু মিয়া, দেলওয়ার রহমান, আব্দুল হামিদসহ অনেকে।