মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
ময়নুল ইসলাম: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম রাশেদুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি এটিএম রাশেদুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সৈয়দা রেহেনা বেগম ও অভিভাবক সদস্য আব্দুল্লাহ ইউসুফ ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য আব্দুল্লাহ ইউসুফ ইকবাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফাওজুল কবির ফুল, সহ সভাপতি আজাদ হোসেন মুসা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য এম কবির পলাশ, ইউনিয়নের ছাত্র বিষয়ক সম্পাদক সেলু চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোখলেছুর রহমান মাসুদ। শেষে বিদ্যালয়টির সার্বিক মঙ্গল কামন করে বিশেষ মোনাজাত করা হয়।