মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ মারপিটের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন গত সোমবার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে যৌথভাবে ব্রিফিং করেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার এবং কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান। সংবাদ সম্মলনে ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার মাগরিবের নামাজের আগে প্রতিহিংসার বশবর্তী হয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম রিপন আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে অতর্কিতভাবে চাঁপড়ীগঞ্জ বাজারে অবস্থিত মাহমুদ হাসানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তাওহীদ ট্রেডার্সে হামলা চালায়। এতে তানভীর, রানা, জমসের, রবিউল আউয়াল, বেলাল ইসলাম, রনি ও ছানোয়ারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সেই সাথে সন্ত্রাসীরা দোকানের বিভিন্ন আসবাবপত্র ভাংচুরসহ দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে, ছাত্রদলের করা সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসানুল ইসলাম রিপন।