মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সাদুল্লাপুর শতবর্ষী বিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

সাদুল্লাপুর শতবর্ষী বিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

সাদুল্লাপুর প্রতিনিধি: শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অনিক ইসলামের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরবরে এক স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক এনশাদ আলী, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শাহাবুল আলম কাজল, সহকারী শিক্ষক আবু তালেব সরকার, আল আমিন সরকার, ওমর ফারকসহ অনেকে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি ঐতিহ্যবাহী ও শতবর্ষী বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি ১৯১৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়ে অদ্যাবধি সুদীর্ঘ ১০৭ বছর যাবত শিক্ষা প্রসারের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্রের ন্যায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এছাড়া এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম ১৯৯৬ খ্রিষ্টাব্দ থেকে চালু রয়েছে। বর্তমান শিক্ষাবর্ষে ১ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ফলাফলের দিক থেকে এ বিদ্যালয়টি জেলার পর্যায়ে শীর্ষ প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। উপজেলা সদরে নিজস্ব ৬.৫০ একর জমির উপর অবস্থিত।
এর আগে প্রতিষ্ঠানটি জাতীয়করণের চূড়ান্ত ঘোষণার মাত্র তিন মাস পূর্বে অজ্ঞাত কারণে তৎকালীন সংসদ সদস্য ডিও লেটার প্রত্যাহার করে নিয়ে অন্য একটি বিদ্যালয়ের নামপ্রস্তাব করেন। যার ফলে এ বিদ্যালয় সকল ক্যাটাগরিতে এগিয়ে থেকেও জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com