মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ : গ্রেফতার ২

গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ : গ্রেফতার ২

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্বাধীন প্রধান (২০) নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে একটি চক্র। পরে অভিযান চালিয়ে এ ছাত্রকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া সেলিম ও কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ।
অপহরণের শিকার স্বাধীন প্রধান সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার শুভ ও মামুনকে রোববার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com