মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ভবেশ চন্দ্র সরকার (৬৮) ও পৌর ছাত্রলীগ নেতা ফারদিন ইসলাম ফরহাদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সরকার বিরোধী বিভিন্ন অপতৎপরতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর আওযামী লীগের সাবেক আইন বিষযক সম্পাদক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদের গোবিন্দগঞ্জ শাখার সভাপতি অ্যাডঃ ভবেশ চন্দ্র সরকারকে পৌর শহরে অবস্থিত তার ঝিলপাড়ার বাসা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে, একই অভিযোগে জড়িত থাকার অভিযোগে গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফারদিন ইসলাম ফরহাদকে মহিলা কলেজ সংলগ্ন রাস্তা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।