মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির এক সভা গতকাল জেলা কার্যালয়ে এ্যাডঃ শাহাদত হোসেন লাকু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর পার্টির দশম জেলা সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেই সাথে ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে উদ্বোধনী সমাবেশে যোগ দিতে জেলাবাসীর প্রতি আহবান জানান। এছাড়া সভায়, মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের অপমান অপদস্ত করার তীব্র নিন্দা জানান এবং এইসব মব সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের দাবি জানানো হয়।