মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

সাঘাটায় মসজিদের পাশে ছ’মিল লাইসেন্স বাতিলের দাবি

সাঘাটায় মসজিদের পাশে ছ’মিল লাইসেন্স বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার: সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালি জামে মসজিদ সংলগ্ন আকন্দ ছ মিলের লাইসেন্স বাতিলের অভিযোগে গত ২৮ আগস্ট রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অফিসার স্মৃতি সিংহ রায় ঘটনাস্থলে তদন্তকার্য সম্পূর্ণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বন অফিসার এ.এইচ.এম শরীফুল ইসলাম ও সাঘাটা উপজেলা বন অফিসার আব্দুল মান্নান।
অভিযোগে উল্লেখ রয়েছে ২০২৩ সালের ৬ জুন আকন্দ ছ মিলকে লাইসেন্স প্রদান না করার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ মে মৃত: বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বিভাগীয় বন কর্মকর্তা রংপুর বরাবরে লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com