মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

পলাশবাড়ীতে সরঃ প্রাথঃ বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযাগ

পলাশবাড়ীতে সরঃ প্রাথঃ বিদ্যালয়ে কাজের অনিয়মের অভিযাগ

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে বালামানুনিয়া পূর্বপাড়া ও ফরিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দের টাকা নামমাত্র কাজ করে কাগজে-কলমে বাস্তবায়ন করে আসছেন প্রধান শিক্ষকগণ।
গত মঙ্গলবার সরজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালামানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থ বছরে বরাদ্দকৃত সিøপের ৫০ হাজার এবং রুটিন মেরামত ৪০ হাজার টাকার নামমাত্র কাজ করে বাকী টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন নাহার জানান, বরাদ্দের টাকার কাজ করা হয়েছে। তা অফিস জানে।
অপরদিকে, বালামানুনিয়া ফরিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিøপের ৫০ হাজার এবং রুটিন মেরামত ৪০ হাজার টাকার কোন কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিদ্যারয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সরকার জানান, বরাদ্দের টাকা কিছু কাজ করা হয়েছে কিছু কাজ বাকী আছে। বিদ্যালয়ে কোন কাজ বাস্তবায়ন করার কোন আলামত না পাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, কাজ করার বিষয়ে তো আপনার বুঝবেন না। অফিসকে চাহিদা দেওয়া হয় অফিস যেভাবে বলেন সেই ভাবেই কাজ করা হয়।
এলাকাবাসী জানায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বর্তমানে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিওগণ। তাদের সাথে যোগসাজসেই এ সকল বরাদ্দের টাকা লাম-সাম কাজ করে আত্মসাৎ করা হচ্ছে। তাই এলাকাবাসী সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের একান্ত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিও আব্দুল হাই সরকারের সাথে কথা বললে তিনি শতভাগ কাজ বাস্তবায়নের কোন জবাব দিতে পারেননি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com