মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সাপের দংশনে শিশুর মৃত্যু

পলাশবাড়ীতে সাপের দংশনে শিশুর মৃত্যু

পলাশবাড়ী প্রতিনিধি : পলাশবাড়ি উপজেলায় সাপের দংশনে মনি আকতার (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, সন্ধ্যার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে সাপে দংশন করলে মনি আকতার চিৎকার করে। তার চিৎকারে মাসহ অন্যরা বাড়ি থেকে বের হয়ে দেখেন মনি মাটিতে পড়ে ছটফট করছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ বিষয়ে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য এমরান মিয়া বলেন, ওইস্থানে মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com