মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
ময়নুল ইসলাম : গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গত রবিবার গাইবান্ধা টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী মনোমুগ্ধকর ক্রিকেট টুর্নামেন্ট। মোট চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল উৎসবমুখর এবং প্রাণবন্ত।
দিনের প্রথম ম্যাচে উপজেলা প্রশাসন কর্মকর্তা একাদশ টসে জিতে নির্ধারিত ৮ ওভারে সংগ্রহ করে ৫৬ রান। জবাবে ব্যাট করতে নেমে জেলা প্রশাসক কার্যালয় একাদশ মাত্র ৬ ওভারে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে ব্যাট হাতে নান্দনিক ৬টি চার হাকিয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
দ্বিতীয় ম্যাচে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী একাদশ ৮ ওভারে সংগ্রহ করে ৭৪ রান, যেখানে নুর মোহাম্মদ একাই করেন ৪০ রান। জবাবে উপজেলা প্রশাসন কর্মচারী একাদশ ৫৫ রানে গুটিয়ে যায়।
গ্রুপপর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় জেলা প্রশাসক কার্যালয় একাদশ ও উপজেলা প্রশাসন কার্যালয় একাদশ। প্রথমে ব্যাট করে জেলা প্রশাসক কার্যালয় একাদশ নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ৭৭ রান। জবাবে উপজেলা প্রশাসন একাদশ ১০ ওভারে ৫ উইকেটে ৫৪ রানেই থেমে যায়। ফলে টুর্নামেন্টের শিরোপা জয় করে জেলা প্রশাসক কার্যালয় একাদশ।
ফাইনাল শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জয়ী দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
চমৎকার এ আয়োজনের বিষয়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সতেজতা নিশ্চিত করা। এতে সবাই আরও স্বাস্থ্যবান, ঐক্যবদ্ধ ও মনোযোগী হয়ে উঠবেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি।