মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরি

মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরি

স্টাফ রিপোর্টার: মওলানা ভাসানী সেতুর সড়কবাতির বৈদ্যুতিক তারের চুরির মাত্র এক সপ্তাহের মধ্যেই শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হওয়ায় এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ বিষয়টি গত রোববার জানতে পারলেও এখনো চোরাকারবারিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুতে গত শনিবার রাতে শতাধিক রিফ্লেক্টর লাইট চুরি হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে পরপর এসব চুরির ঘটনা ঘটেছে, যা সেতু ও সংলগ্ন সড়কে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি নিরাপত্তাহীনতা বাড়িয়েছে।
সেতুর দুই পাশের রেলিংয়ে মোট ১৫০টির মতো রিফ্লেক্টর লাইট লাগানো ছিল, যা যানবাহনের আলো পড়লে জ্বলে ওঠে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, লাইটগুলোর মধ্যে শতাধিক চুরি হয়েছে এবং চুরি হওয়া লাইটের সঠিক সংখ্যা নিরূপণের জন্য লোক পাঠানো হয়েছে। এছাড়া বৈদ্যুতিক তার চুরির ঘটনাও সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।
সেতুটি উদ্বোধনের পর ২০ আগস্ট রাতে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক তার কেটে নেওয়া হয়। এরপর রাতেই সেতুতে দায়িত্বপ্রাপ্ত পাহারাদার নুরে আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ জানান, চুরি উদ্ধার ও চোর চক্র শনাক্তের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিরাপত্তা জোরদারের জন্য সেতু এলাকায় পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এবং অস্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com