মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিন যোগীপাড়া গ্রামের ওয়ার্ড বি এন পি’র সভাপতি মুরাদজ্জামান সরকার (৭১) গত ১৬ আগষ্ট সকালে সাঘাটার ইটাকুরি বাজার থেকে নিখোঁজ হয়। ঐদিন থেকেই নিখোঁজ মুরাদজ্জামান এর সন্ধান করতে তার নিকটতম আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে নিখোঁজের ৫ দিন পর গত ২০ আগষ্ট সকালে সাঘাটা ইউনিয়নের বুগারপটল চর নামক স্থানের কোলার পানিতে স্থানীয় লোকজন তার মরদেহ ভাসতে দেখে সাঘাটা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই সুলতানের সাথে কথা হলে তিনি মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন মৃত্যু মুরাদজ্জামানের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা সহ থানায় ইউ ডি মামলা দায়ের করে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে ।