মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে মানববন্ধন

গোবিন্দগঞ্জে মানববন্ধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি এবং তালুককানুপুর ইউনিয়নের ৬/৭ টি গ্রামসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে করতোয়া নদী গর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা করতে মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল দুপুরে ওই দু’টি ইউনিয়নের ভাঙন কবলিত গ্রামগুলোর অসংখ্য মানুষ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, কমরেড মেহেরুল ইসলাম বাবলু, সারোয়ার আহম্মেদ মিলন, রফিক হাসান ও মোস্তাফিজুর রহমান মধু প্রমুখ।
মানববন্ধন শেষে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ উপদেষ্টা বরাবর এসব দাবী সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com