মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

এনসিপি নেতার বেগুন ক্ষেতে দুর্বৃত্তের হানা

এনসিপি নেতার বেগুন ক্ষেতে দুর্বৃত্তের হানা

সাদুল্লাপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক ও সাদুল্লাপুরের কৃতি সন্তান নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমানের রোপণ করা বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
সরেজমিনে গতকাল রোববার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাঠে দেখা যায়- ক্ষেতের বেগুন গাছগুলো কেটে ফেলার দৃশ্য।
খোজ নিয়ে জানা যায়, এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগের বাবা পেশায় একজন কৃষক। বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে সংসারের চাহিদা পূরণের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করছিলেন। এখান থেকে ফসল সংগ্রহ করে প্রায় ৪ লক্ষাধিক টাকা বিক্রি করার স্বপ্ন ছিল তার। এরই মধ্যে গত শনিবার রাতের কোনো এক সময় এই ক্ষেতে সবগুলো বেগুন গাছ কেটে সাবার করেছে কে বা কারা।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com