মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৯ জন। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আহতদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ আবদুল আজিজ (৭০)। তিনি ওই গ্রামের মৃত ছোবারত ব্যাপারীর ছেলে।
আহতরা হলেন – আবদুল আজিজ (৭০), তার স্ত্রী মেহেনা বেগম (৬৫), ছেলে মোকছেদ আলী(৩৮), মেয়ে রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), রাজেকা আক্তার (২৯), নাতি রেজওয়ান মিয়া (১৯), রাকিব মিয়া (১০) ও রাফি মিয়া (৭)।