মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সুুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে রাজনৈতিক মামলায় ১ জন, সিআর সাজা পরোয়ারাভূক্ত আসামি ৮ জন এবং নিয়মিত মামলায় ৫ জন।
গত বুধবার দিবাগত রাত হতে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রওশন আলী, আজিবর রহমান, আজাহার আলী, মোর্শেদুল ইসলাম, আলতাফ হোসেন, আনিছার রহমান, আরিফ মিয়া, রহিদুল ইসলাম, মমতাজ আলী, মজিবর রহমান, সামিউল হক, জামিউল ইসলাম ও আতাউর রহমান।
থানার ওসি মোঃ আব্দুল হাকিম আজদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আসামিদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।