মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ মারার অভিযোগ

সাদুল্লাপুরে পুকুরে বিষপ্রয়োগ করে মাছ মারার অভিযোগ

সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী এরশাদ মিয়ার দাবি। সরেজমিনে গতকাল উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে দেখা গেছে- মৃত্যু মাছগুলো ভেসে থাকার চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, খোর্দ্দ পাটানোছা গ্রামে মৃত সাইদুর রহমান বাবুর ছেলে এরশাদ মিয়া (৩৮) তার বাড়ির সামনের পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী এক পরিবারের লোকজন তার প্রতি বিরোধে জড়িয়ে পড়েন। এরই জেরে গত বুধবার রাতে কোন এক সময়ে এরশাদ মিয়ার পুকুরে বিষপ্রয়োগ করে ২ থেকে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা।
এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, লাভের আশায় আমার পুকুরে এবার প্রায় ২০ মণের বেশি পরিমাণ পোনা ছাড়িয়েছিলাম। তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির এই মাছগুলো ইতোমধ্যে বড় হতে শুরু হয়। এ অবস্থায় প্রতিপক্ষরা আমার পুকুরে কিটনাশক প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com