মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

কুপতলায় দাদন ব্যবসায়ী কর্তৃক শিশু অপহরণ: আটক ৫

কুপতলায় দাদন ব্যবসায়ী কর্তৃক শিশু অপহরণ: আটক ৫

স্টাফ রিপোটার: গাইবান্ধায় দাদন ব্যবসায়ীদের দৌরাত্নে ও অমানবিক নির্যাতনের হাত থেকে ৭ মাসের শিশু কন্যা মিনহা আক্তার রেহাই পায়নি। শিশুকন্যা মিনহাকে অপহরন করে দাদনের টাকা দাবি করেন। অপহৃত শিশুকে উদ্ধারে গেলে দাদন ব্যবসায়ীরা মেম্বারসহ শিশুকন্যার পিতামাতাকে মারপিটে মারাত্নক আহত করে। এ ঘটনায় উত্তেজিত জনতা দাদন ব্যবসায়ীদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। পুলিশ জানায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের আঃ মতিনের স্ত্রী এছমোতারা বেগম (৩৫) প্রতিবেশী দাদন ব্যবসায়ী সুজাত ও তার স্ত্রী দুলালী বেগম (৪৫) এর নিকটে দাদনের কিছু টাকা নেয়,পরে সুদসহ দাদনের টাকা পরিশোধ করলেও আরও টাকা দাবীসহ হুমকি প্রদর্শন করে। এরই সুত্র ধরে গত ৮ আগষ্ট দাদন ব্যবসায়ী দলবদ্ধ হয়ে এসমোতারার বাড়িতে গিয়ে টাকা দাবি করলে দিতে অস্বীকার করায় আসামীরা মা এসমোতারার কোলে থাকা সাত মাসের শিশুকন্যা মিনহাকে জোড়পুর্বক অপহরন করে নিয়ে যায় নিয়ে নিজঘরে আটকে রাখে, আটকে রেখে দাদনের টাকা দাবি ও শাসন গর্জন করে। এমতাবস্থায় এসমোতারা স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা তালহা জোবায়ের কে ঘটনাটি জানালে তিনি গন্যমান্য ব্যক্তি সহ দাদন ব্যবসায়ীর বাড়ী গিয়ে অপহৃত শিশুকন্যাকে উদ্ধারের চেষ্টা করলে দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যসহ মিনহার পিতা মাতাকে বেধরক মারপিট এ মারাত্নক আহত করে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা দাদন ব্যবসায়ী সুজাত, স্ত্রী দুলালী,পুত্র আলাল-দুলাল ও কন্যা সুরভীকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ আসামীদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com