মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার খোদ্দমালিবাড়ী উচ্চ বিদ্যালয়ে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফছানা বুলবুলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোঃ রায়হান সরকার, দুলালী আক্তার, বাবুল আকন্দ, আব্দুর রশিদ প্রমুখ।
শেষে বিতর্ক, দেয়াল লিখন, উপস্থিত বক্তব্য অংশগ্রহণকারী প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।