সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রিমি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালে কুমিরাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রিমি ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোয়ালঘরে গরুর খাবার দিতে যান রিমি বেগম। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপে কাটার পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।