সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় অটোবাইকের চাপায় রায়হান মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরের দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আশুরা বেগম দম্পতির ছেলে ।
স্বজনরা জানায়, ওই সময় শিশু রায়হান মিয়া বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে মুদির দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। তখন একটি গরু দেখে ভয়ে সাদুল্লাপুর -ধাপেরহাট সড়কের দিকে গেলে একটি অটোবাইক এসে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।