সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় চার ডাকাত ও হ্যাকার চক্রের দুই সদস্যসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়। এদিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত বুধবার রাতের বিভিন্ন সময়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- জেলার ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর ইসলাম (৫৬), কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওয়াসিম শেখ (৩৫), মহাবাপপুর তুলশীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ডলার মিয়া (৩৮), কোমরপুর পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৬)। এছাড়া পুলিশের পৃথক অভিযানে আরও দুই হ্যাকার, দুই চোর ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরসহ সকল আসামিদের গাইবান্ধা আদলতে পাঠানো হয়েছে।