সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৪ ডাকাত গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৪ ডাকাত গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, একদল ডাকাত গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা (পূর্বপাড়া) গ্রামের একটি বাড়িতে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশের একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে। কিন্তু ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওয়াসিম শেখ (৩৭), একই ইউনিয়নের মহববপুর (তুলশীপাড়া) গ্রামের আমির হোসেনের ছেলে ডলার হোসেন (৪০), পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার খোদকোমরপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা (গোয়ালপাড়া) গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫৭) ও একই উপজেলার বরিশাল ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। অভিযানের সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে তালা কাটার,দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
৪ ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫/৬ টি করে ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে- গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com