সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলায় গেটের ছাদ ধসে পড়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ভুট্টা ব্যবসায়ী আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়িতে গেট নির্মাণের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে নির্মাণাধীন গেটের ছাদ ধসে পড়ে ইসমাইল তার নিচে চাপা পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।