সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়নের আওতায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল জেলা প্রশাসননের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাতি ডিডিএম কম্পোনেন্ট এর প্রোগ্রাম ম্যানেজার জেসিকা গোমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম। মতবিনিময় করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, উপ বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শফিউল ইসলাম প্রমুখ।