সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

গাইবান্ধায় বিএনপির বিজয় র‌্যালি

গাইবান্ধায় বিএনপির বিজয় র‌্যালি

স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গাইবান্ধায় একটি বিজয় র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। গাইবান্ধা জেলা বিএনপি এই বিজয় র‌্যালির আয়োজন করে। র‌্যালিতে বাদ্যযন্ত্র, ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি নিয়ে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে র‌্যালি পূর্ব এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।
সাঘাটা প্রতিনিধি জানান ঃ জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে ৫ই আগস্ট,উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিজয় রেলী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক আলম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মইন প্রধান লাবু, বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমান রেজা, বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন মন্ডল, জেলা জিয়া পরিষদ সদস্য এডভোকেট রেজওয়ান হক মন্ডল, সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com