সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় দেনমোহর মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি সৈয়দ সামিউল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার এ আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত রোববার রাতে তাকে গ্রেফতার করে সাদুল্লাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি সৈয়দ সামিউল ইসলাম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ (সাদুল্লাপুর) আবু রায়হানের আদালতে দায়ের হওয়া একটি দেনমোহর সংক্রান্ত পারিবারিক মামলায় সৈয়দ সামিউলের বিরুদ্ধে রায় ঘোষিত হয়। আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তখন থেকে সামিউল আত্মগোপনে থাকেন। দীর্ঘ তিন বছর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে পলাতক ছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, দীর্ঘদিন ধরে আসামিকে গ্রেফতারে আমাদের চেষ্টা চলছিল। এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করা হয়। এক মাস নজরদারির পর গত রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।