সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে জোরপূর্বক দখলকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের শফিকুল ইসলাম মানিকের স্ত্রী মুন্নি বেগম ।
লিখিত বক্তব্য পাঠ কালে মুন্নি বেগম বলেন, আমার স্বামী শফিকুল ইসলাম মানিক উত্তর ধর্মপুর মৌজার ৮৩২ এবং ৮২৭ নং দাগের জমি ক্রয় করে তা ভোগ দখল করে আসছিল। পরবর্তীতে আমার স্বামী ওই জমি আমার নামে দানপত্র দলিল মূলে হস্তান্তর করেন। কিন্তু আমার স্বামীর ছোট ভাই মেহেদুল ইসলাম রতন পুলিশে চাকুরী করার সুবাদে প্রভাব খাটিয়ে জোরপূর্বক পৌণে ২ শতক জমি দখল করে সেখানে টিনের বারান্দা নির্মাণ করে ওই জমি বেদখলের চেষ্টা করছে। বারান্দা নির্মাণ কাজে বাঁধা দিতে গেলে মেহেদুলসহ তার সাঙ্গ-পাঙ্গরা আমাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় মেহেদুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানাসহ বগুড়া পুলিশ লাইনে লিখিত অভিযোগ করেও আজ পর্যন্ত তার কোন প্রতিকার পাইনি বলে তিনি জানান। থানায় অভিযোগ করার কারণে মেহেদুল ইসলাম রতন ক্ষুব্ধ হয়ে আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদেরকে প্রাণ নাশের হুমকিসহ নানা ধরণের ভয়-ভীতি প্রদর্শন করছে। মুন্নি বেগম আরও বলেন, আমার স্বামী মানিক একজন হার্টের রোগী। প্রতিপক্ষের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের কারনে যেকোনো সময় আমার স্বামীর জীবনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com