সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও নানা অপতৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক কথাবার্তা প্রচার করা এবং জামায়াতের অফিস ভাংচুরের ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা রয়েছে।
জানা গেছে, গতকাল দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে পৌর যুবলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি সবুজ মিয়াকে (৩৬) কালিকাডোবা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সবুজ পৌর এলাকার কালিকাডোবা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। অপরদিকে, গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মন্ডলকে (৩৪) গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। কাইয়ুম গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সাবু পীরের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।