সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল গত শুক্রবার সন্ধ্যায় আব্দুল হাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপি এই কাউন্সিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুজ্জামান শহীদ।
৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও মঞ্জুরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোন্নাফ আলমগীর, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডঃ মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, মোস্তাক আহমেদ প্রমুখ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডঃ কাজী আমিরুল ইসলাম ফকু।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল ইসলাম সেলিম সভাপতি ও মঞ্জুরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক এবং মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।