সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত ২৫ জুলাই সকালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে হোটেল আর. রহমান মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।
গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ডঃ মাহফুজুর রহমান আকন্দ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডাঃ রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেটিনা রংপুর শাখার সহকারি মহাপরিচালক ডাঃ মোহাম্মদ শাওন, রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক ডাঃ আব্দুর রহিম সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ ওবায়দুল হক, সাবেক জেলা সভাপতি মোঃ আবু হাসান।
অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী এবং ক্রেস্ট প্রদান করা হয়। অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এমন শিক্ষার্থীবান্ধব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।