সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরির হলরুমে বিশ্বসাহিত্য কেন্দ্রের চাররদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার ৩য় দিনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে ১ম শ্রেণির শিক্ষার্থীদের যেমন খুঁশি তেমন। ২য় থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য গ্রামের দৃশ্য ও কৃষি জীবন। এছাড়া ৫ম থেকে ৭ম শ্রেণির জন্য প্রকৃতি ও ৮ম শ্রেণির থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যর উপর নিয়ে বিষয় ভিক্তিক নির্ধারণ করা হয় । এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সন্তানদের অংশগ্রহণ করাতে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত হন।
উল্লেখ্য, চারদিন ব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলার আজ শুক্রবার আবৃতি প্রতিযোগিতার মধ্যে দিয়ে আয়োজনটি শেষ হবে বলে জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান।