সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার গাইবান্ধা জেলা পুলিশ এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ প্রিন্স গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার মৃত হাফিজার রহমানের পুত্র।