সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার রাতে শুরু হয়ে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৭টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ১৭টি সিমকার্ড জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার হ্যাকারদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল বিজ্ঞ আদালতে পাঠানো হলো আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।