সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুরে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২৭ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহবুবুল ইসলাম, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আকমল হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, গাইবান্ধা এর যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কারিগরি ও মাদ্রাসা সমূহের প্রধান শিক্ষক, মানেজিং কমিটির সভাপতি, অভিভাবক, গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।