সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলা বানান শুদ্ধকরণ নলেজ শেয়ারিং সেল অনুষ্ঠিত হয়।
গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম প্রায় ঘন্টাব্যাপি বাংলা বানান শুদ্ধিকরণ নিয়ে দিক নির্দেশনামূলক ও পরামর্শমূলক বিশদ আলোচনা করেন। এতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেয়।
পরে আলোচ্যে বিষয়ে উপস্থিত সংবাদকর্মীদের ৩০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহন করা হয়। এরমধ্যে প্রেসক্লাব সাদুল্লাপুরের দপ্তর সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার ২৩ নম্বর পেয়ে প্রথম, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শহিদুল হক ২১ নম্বর পেয়ে দ্বিতীয় ও প্রেসক্লাব সাদুল্লাপুরের সাংগাঠনিক সম্পাদক শেখ নাসির আহমেদ নাইস ১৯ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন। সবশেষে সর্বোচ্চ নম্বরধারী তিন সাংবাদিকের হাতে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম পুরস্কার তুলে দেন।