সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ স্লোগান ও কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল, গাইবান্ধা জেলা শাখা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডঃ কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুনান হক্কানীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাডঃ মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, খন্দকার জাকারিয়া জিম, কুদ্দুর মোড়ল, মাহমুদার রতন, জাহিদ হাসান বিপ্লব, শামসুল আলম বকসী, শামীম আহমেদ প্রমূখ।