সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মোঃ সাঞ্জু মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া নিখোঁজ হওয়ার পর ১৫ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবার ও স্বজনরা চোখের জল ফেলেই দিন কাটাচ্ছেন।
জানা গেছে, গত ৬ জুলাই সকালে মোঃ মিলন মিয়া বাড়ি থেকে স্থানীয় দক্ষিণ ধুমাইটারী ফারুক (মুছির) মোড়-এর উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে চলে গেছে।
নিখোঁজ মিলন মিয়ার গায়ের রং হালকা ফর্সা এবং নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো টি-শার্ট। পরিবারের দাবি, তার কোনো শত্রুতা বা পারিবারিক ঝামেলা ছিল না।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, স্থানীয় এলাকাবাসী এবং আশপাশের বাজারে খোঁজাখুঁজি চালানো হয়। তাতেও মিলনের সন্ধান মেলেনি। পরে তারা স্থানীয় সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিলনের ছোট ভাই লাদেন মিয়া, গণমাধ্যমকে জানান আমরা প্রতিদিন ভাবি, মিলন হয়তো ফিরে আসবে। কিন্তু সময় যত যাচ্ছে, তত আমাদের মন অস্থির হয়ে উঠছে। এখন শুধুই প্রার্থনা করি, সে যেন সুস্থভাবে ফিরে আসে। কেউ যদি তার কোনো সন্ধান পান, দয়া করে আমাদের জানান।
মিলন মিয়ার মা কলিমন বেগম জানান, তার ছেলে গত ৬ জুলাই সকাল বেলায় বাড়ি থেকে বের হয়েছিল। সে আর ফিরে আসেনি। এখন ১৫ দিন হয়ে গেল, কোথাও কোনো খোঁজ নেই। ছেলে কোথায় গেছে, কী হয়েছে, আমি কিছুই জানি না। আমি মা, আমার বুকের ধন হারিয়ে গেছি। দিনরাত শুধু কান্না করি, খাওয়া-দাওয়া কিছুই ভালো লাগে না।
আমি সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যদি কেউ আমার ছেলের খোঁজ পেয়ে থাকেন, দয়া করে আমাদের জানান। আমার ছেলেকে যদি কেউ ধরে রাখে, তাহলে তাকে ফিরে পাওয়ার সুযোগ দিন। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।”