সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সুন্দরগঞ্জ উপজেলার হরিপুৃর-চিলমারী তিস্তা সেতুর নামকরণ এই সেতুর স্বপ্নদ্রষ্টা ও আন্দোলনকারী বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামে করার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন গাইবান্ধাবাসী। গতকাল শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মন্ডল, সদস্য সচিব শাহীন মিয়া, স্কুল শিক্ষক শরিফুল ইসলাম, ব্যবসায়ী জিল্লু হাকিম, হালিম মিয়া, ডাঃ ফুয়াদ ইসলাম, শিক্ষার্থী রত্ম প্রমুখ।