সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের মূলহোতা পলাশসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত ১৫ জুলাই সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। অভিযানের সময় পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় তার সহযোগী তালুককানুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় মেম্বার আবু সাইদ লিটন, সুমন মিয়া এবং সাইদুল নামের আরও দুইজনকে।
অভিযানে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র পরিচালনা করছিলেন। চক্রটি ফেসবুক আইডি হ্যাক, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক জালিয়াতি করে আসছিল। দেশের বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে গ্রেপ্তার চারজনকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।