সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ পেশাগত নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।
গত শুক্রবার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় পৌর শহরের বাহিরগোলা জামে মসজিদ মোড় থানা রোডে আইডিয়াল লাইব্রেরির দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক অধ্যক্ষ একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, প্রেসক্লাবের সদস্য সচিব সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, খিজির উদ্দিন, মাহফুজার রহমান লেলিন, রেজাউল ইসলাম, এ মান্নান আকন্দ, ইমদাদুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, সুদীপ্ত শামীম, শাহ রেদওয়ানুর রহমান, একেএম শামসুল হক, মিজানুর রহমান, সহিদার রহমান জাহাঙ্গীর, সাইফুল আকন্দ, হারুন অর রশিদ, নুরুন্নবী মিয়া প্রমুখ।