সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় রুম্পা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রূম্পা আক্তার ভাতগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামের উজ্জ্বল মোল্লার কন্যা। পরিবারের সদস্যরা জানান সে, সমাজ বিজ্ঞান বিষয়ে অকৃতকায্য হয়। গত বৃহস্পতিবার বিকেলে নিজ শয়নঘরে রশি দিয়ে গলায় ফাঁস দেয় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।