সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সাফল্যেজনক ফলাফল অর্জন করে কৃতিত্বের আসন লাভ করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বিদ্যালয় হতে মোট ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২৪৬ জন। এতে অনুপস্থিত ছিলেন ৩ জন। প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করে ১২৯ জন, এ গ্রেট ৬৭ জন, এ- ১১ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করে ১৩ জন, এ গ্রেট ১৭জন ও এ- পায় ১ জন।
দুই বিভাগ মিলে মোট ১৪২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। এই হিসেবে পাশের হারঃ ৯৬.৭৫।