সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় দুইজন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের এনামুল হক (৩২) ও জাহাঙ্গীর (৩০)। অভিযান চলাকালে আরও তিনটি ড্রেজার মেশিন ও পাইপ হেমার দিয়ে ভেঙে ধ্বংস করে আগুন ধরিয়ে দেয়া হয়। রাত ৮টার দিকে সেনা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে গ্রেপ্তারদের ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।