সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে বেলা ১ থেকে ৩টা পর্যন্ত ২ঘন্টা ঢাকা- রংপুর অবরোধ করে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসি ও সর্বস্তরের জনতা। গতকাল দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী শুরু করে। পরে সেখান থেকে বিক্ষোভ উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে অসৌজন্য মুলক আচরন করায় সেখান থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় ইপিজেড বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন সাঁওতাল আদিবাসী নেত্রী এমেলি হেমম্রম, এম এ মতিন মোল্লা, মুফতি তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ডাব্লিউ, ডা: শুভ, আকরাম হোসেন রাজু, মাকসুদ প্রমুখ।