সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আগামীকাল পর্দা নামছে বহুল কাঙ্খিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের। শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে জেলার দুই শক্তিশালী প্রতিপক্ষ গাইবান্ধা পৌরসভা ও গোবিন্দগঞ্জ উপজেলা দল। একদিকে গ্রুপপর্বে হারের প্রতিশোধ নিতে মরিয়া গাইবান্ধা পৌরসভা, অন্যদিকে টুর্নামেন্টে অপরাজিত থেকে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় গোবিন্দগঞ্জ। সবমিলিয়ে এক রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় পুরো গাইবান্ধার ফুটবলপ্রেমীরা।
টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ছিল গাইবান্ধা পৌরসভার। প্রথম ম্যাচে সুন্দরগঞ্জ উপজেলাকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় দলটি, ফাইনালের প্রতিপক্ষ গোবিন্দগঞ্জের কাছেই হেরে যায় ০-১ গোলে। সেই হারই যেন দলটিকে নতুন করে তাতিয়ে দিয়েছে। এরপর পলাশবাড়ীকে গ্রুপপর্বে ৩-০ ও সেমিফাইনালে সাঘাটাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে গাইবান্ধা পৌরসভা।
ফাইনাল মঞ্চে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে গাইবান্ধা পৌরসভার কোচ রফিকুল ইসলাম লুলু বলেছেন, গোবিন্দগঞ্জ শক্তিশালী দল এবং তাদের জাতীয় দলের খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন আছে, এটা আমরা জানি। তবে আমরাও ফাইনালের জন্য সেরা প্রস্তুতিটাই নিয়েছি। জাতীয় দলের খেলোয়াড়ের পাশাপাশি একাধিক দেশি-বিদেশী তারকা ফাইনালে আমাদের দলের হয়ে মাঠে নামবে। নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা আমাদেরই হবে।
অন্যদিকে, টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল গোবিন্দগঞ্জ উপজেলা। গ্রুপপর্বে কোনো ম্যাচ না হেরে অপ্রতিরোধ্য হিসেবেই ফাইনালে নাম লিখিয়েছে তারা। সেমিফাইনালে সাদুল্যাপুর উপজেলাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের উপস্থিতি দলটিকে দিয়েছে বাড়তি শক্তি। জানা গেছে, ফাইনালের জন্য গোবিন্দগঞ্জ দলেও একাধিক জাতীয় তারকা ও বিদেশী খেলোয়াড় যুক্ত হয়েছেন। অপরাজিত থেকেই শিরোপা উঁচিয়ে ধরতে চায় দলটি।
কাগজে-কলমে ফাইনালে কোনো দলই পিছিয়ে নেই। তবে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে গোবিন্দগঞ্জ। কারণ, এই টুর্নামেন্টে গ্রুপপর্বে তারা গাইবান্ধা পৌরসভাকে হারিয়েছে। তবে ফাইনাল সম্পূর্ণ ভিন্ন মঞ্চ। প্রতিশোধের স্পৃহা ও নতুন শক্তিতে বলীয়ান গাইবান্ধা পৌরসভা নিজেদের দিনে যেকোনো অঘটন ঘটাতে সক্ষম।
দুই দলের এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কারা? নাবীব নেওয়াজ জীবনের পায়ের জাদু কি আবারও কাঁদাবে গাইবান্ধা পৌরসভাকে, নাকি নতুন দেশি-বিদেশী তারকাদের নৈপুণ্যে শিরোপা উৎসবে মাতবে পৌরবাসী? সকল প্রশ্নের উত্তর মিলবে আজ সন্ধ্যার ফাইনালের শেষ বাঁশিতেই।