সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগের লটারীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন এলাকাবাসি। গতকাল বুধবার উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা মসজিদ মোড়ে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইফতেখার হোসেন পাপেল, পৌর যুবদল আহবায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ। বক্তাগণ বলেন প্রশাসন ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে লটারির মাধ্যমে যাদের দোকানঘর নেই, ব্যাংক সাটিফিকেট নাই তাদেরকে ডিলার নিয়োগ দিয়েছেন।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে লটারি মাধ্যমে উপজেলা প্রশাসন ৪২ জন খাদ্যবান্ধব ও ৬ জন ওএমএস ডিলার নিয়োগ দেন। জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮ জন ডিলার নিয়োগের বিপরীতে ২৩২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই করে ৬৩টি আবেদন বাতিল হয়। পরে বৈধ আবেদন সমুহের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।